লামা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিনের বাবা আবু তাহের মিয়া (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল ১০টা ১৫মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রবীণ এ নেতা ১৯৯১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ২১ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
নিহতের বড় সন্তান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন বলেন, গত রবিবার দুপুরে আমার বাবা আবু তাহের মিয়া হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও ১ স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন