আইনজীবী সহকারী আইন পাশের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুরে মিছিল শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় বরিশাল বিভাগীয় আইনজীবী সহকারী সমিতি।
বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণ সংলগ্ন আইনজীবী সহকারী সমিতি ভবন চত্ত্বর থেকে সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শরীফ মো. আনিছুর রহমান, সম্পাদক রেজওয়ান আলী চুন্নু, ভোলা জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক মাহবুবুর রহমান, ঝালকাঠীর সভাপতি ইসমাইল হোসেন, পিরোজপুরের সভাপতি ইউনুস আলী, বরগুনার সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম