শেরপুরের পাকুড়িয়ার বিশ্বওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ শেষ হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ভোরে এ উরস শরীফ শেষ হয়।।
অত্যন্ত আবেগঘন পরিবেশে উত্তরাধিকার এবং জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী মোনাজাত পরিচালনা করেন। বিশ মিনিটের মোনাজাতে দেশ ও জাতির সুখ-শান্তি সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য ও সংহতি সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
তিনদিনের উরস শেষে আজ মঙ্গলবার সকাল থেকে বিদায়ী মানুষের ভিড় আর কয়েক হাজার গাড়ির চলাফেরায় শেরপুরের সর্বত্র যানজটের সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব