বগুড়ার নন্দীগ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ভেকু মেশিন চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের কাজে ব্যবহার করা হয় একটি ভেকু মেশিন। এ সময় ওই পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিন চালক সোহেল রানাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নেই। তাই তাকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল