মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারে আগুন লেগে ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রাইভেটকার চালকের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, ট্রাক-প্রাইভেট সংঘর্ষে আহত প্রাইভেটকার চালক ও যাত্রীদের মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন