ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যদিয়ে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে বার সমিতির ৭ শ' ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে কাশেম-নাছিম এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে করিম-দীপু পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। ভোট গননা শেষে রাতে ফলা ফল ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন