বগুড়ায় গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্র শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার।
জানা গেছে, বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবিরের নেতা কর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ রেটিনা কোচিং সেন্টার ঘেরাও করে। পরে সেখান থেকে একজন আইনজীবীসহ ৯জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
অভিযানে অংশ নেয়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, রেটিনা কোচিং সেন্টারে শিবিরের গোপন বৈঠক চলছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, তারা সবাই নাশকতার জন্য গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ