২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:২১

চাঁপাইনবাবগঞ্জে শিশুর সহায়তায় হেল্পলাইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিশুর সহায়তায় হেল্পলাইন

চাঁপাইনবাবগঞ্জে শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’ শীর্ষক সচেতনতামূলক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্প, ফেইজ-২ এর সহযোগিতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি। 

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার প্রমুখ। 

অন্যদের মধ্যে  বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য সান্তনা হক শান্তা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম, গোবরাতলা ইউপি চেয়ারম্যান মো. আসজাদুর রহমান মান্নু মিয়া, মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, সিটি প্রেসক্লাবের সভাপতি মো. সাজেদুল হক সাজু প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্মী ফেরদৌসী হক শিমু। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর