২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:২৮

লক্ষ্মীপুরে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কৃষি পণ্য বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মো. মনির হোসেন, জেলা ড্রাগ সুপার মো. ফজলুল হক ও রায়পুর থানার উপপরিদর্শক এসআই মো. মামুন। 

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, ভোক্তা অধিকার আইনে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মজুদ করার অপরাধে, কৃষি পণ্য বিপণন আইন অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
অভিযানে অসাধু ওষধ ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ অভিযান অব্যাহত থাকবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর