২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৩৮

বুড়ো মেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বুড়ো মেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সুখদহ নদীর তীরে বুড়ো মেলায় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরের দিকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

গত মঙ্গলবার থেকে বগুড়ার সোনাতলা উপজেলার ৫টি স্থানে শুরু হয়েছে সন্ন্যাসীর মেলা। উপজেলার সুখদহ নদীর তীরে বুড়ো মেলা, নওদাবগা বুড়িতলা মেলা, হরিখালী মেলা, কাচারীবাজার মেলা ও পাকুল্লায় সন্ন্যাসীর মেলা বসে। মেলায় বসেছে হরেক রকম বিনোদনমূলক খেলনা দোকান। এছাড়াও কাঠ ও স্টিলের ফার্নিচার, মিষ্টির দোকান, বিলুপ্তি প্রায় দেশীয় মাছের সমারহ। 

মেলা চলাকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের সুখদহ নদীর তীরে লাগানো বুড়ো মেলায় পার্শ্ববর্তী গোসাইবাড়ী গ্রামের মুখচেনা ২৫-৩০ জনের একদল যুবক হাতে লাঠি সোডা ও ধারালো অস্ত্র নিয়ে এসে দোকানদারদের উপর হামলা চালায়। এ সময় মেলা আয়োজক কমিটির সদস্যরা বাধা দিলে গোসাইবাড়ী ও ঠাকুরপাড়া গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। 

এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে হেলাল মিয়া (২৮), লালু মিয়া (৪৫), আব্দুল গফুর (৫৫), সেলিম মিয়া (২২), সাইদুর রহমান (৩২), তুষার মিয়া (৩৭), নজরুল ইসলাম (২৮), ওবাইদুর রহমান (৩৫), তাহেরুল ইসলাম (৩৮) সাবু মিয়া (৩২)। আহতদের মধ্যে হেলালের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের খেলনা সামগ্রীর দোকানদার তুহিন মিয়া, সাবগ্রাম এলাকার কাঠের ফার্নিচার মালিক জাকিরুল ইসলাম জানান, মেলার তৃতীয় দিনে বৃহস্পতিবার বেলা আনুমানিক দেড়টার সময় একদল যুবক অতর্কিতভাবে মেলায় প্রবেশ তাদের নিকট চাঁদা দাবি করে। এতে দোকান মালিকরা রাজি না হলে তারা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করে। এ সময় মেলা কমিটির সদস্যরা বাধা দিলে বহিরাগত যুবকদের সাথে মেলা কমিটির সদস্যদের সংঘর্ষ বাধে। এ সংবাদ পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বগুড়ার সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, সংঘর্ষের সংবাদ পাওয়া মাত্র সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর