২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৪৭

মুজিববর্ষে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবার প্রত্যয় লাকসাম পল্লী বিদ্যুৎ সমিতির

লাকসাম প্রতিনিধি:

মুজিববর্ষে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবার প্রত্যয় লাকসাম পল্লী বিদ্যুৎ সমিতির

অনুষ্ঠানে এক গ্রাহককে সম্মাননা প্রদান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবার প্রত্যয় ব্যক্ত করেছে লাকসামস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। ‘আমার গ্রাম আমার শহর’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে  আজ বৃহস্পতিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ৫ম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। 

শহরের দক্ষিণ বাইপাসস্থ মিডল্যান্ড মডেল টাউনে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গোলাম রাব্বানী মজুমদার। পাওয়ার ইউজ কো-অডিনেটর আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বোর্ড সহ-সভাপতি মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ নাছিমা আক্তার, পরিচালক এ.কে.এম ওবায়েদুর রহমান মজুমদার, মুঈনুদ্দিন হোসাইন, এ.কে.এম ফজলুল হক মজুমদার, পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী, নাঙ্গলকোট জোনাল অফিস ডিজিএম শহীদ উদ্দিন, মনোহরগঞ্জ জোনাল অফিস ডিজিএম শাখাওয়াত হোসেন, সদর দপ্তর এজিএম গোলজার আনোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম মোল্লা, ইসমাইল হোসেন মজুমদার, মুজাহিদুল ইসলাম, আতিকুর রহমান, শাহেদুজ্জামান চৌধুরী, শহিদুল ইসলাম, আবদুল মান্নান মজুমদার, একে আজাদ, আনিছুর রহমান, আশিকুর রহমানসহ বিভিন্ন উপজেলার গ্রাহকবৃন্দ, প্রশাসনিক ও সরকারি-বেসরকারি নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান শেষে পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কার্যালয়ে মুজিববর্ষ কর্নার উদ্বোধন করা হয়। সভায় বক্তারা পল্লী বিদ্যুতের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মুজিববর্ষে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্রাহকসেবার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে সমিতির আওতাধীন লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের বিভিন্ন ক্যাটাগরিতে গ্রাহকদের সম্মাননা স্মারক, পুরষ্কার প্রদান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর