কক্সবাজারের টেকনাফে গণউপদ্রবের দায়ে মো. সোহেল নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে আটক যুবকের বিরুদ্ধে গণউপদ্রব (হইহুল্লোড়) এর অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মো. সোহেল উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মৃত মো. আমিনের ছেলে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাবরাং ইউনিয়নের খুরের মূখ এলাকায় একটি অনুষ্ঠানে গণউপদ্রব (হইহুল্লোড়) এর অভিযোগে দায়িত্বরত পুলিশ খবর পেয়ে মো. সোহেলকে আটক করা হয়। পরবর্তীতে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আটক যুবককে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত যুবককে আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সাজাপ্রাপ্ত যুবককে বৃহস্পতিবার কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
মো. সোহেল উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মৃত মো. আমিনের ছেলে।