ভাষাশহীদ আবদুস সালামের নিজ বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের ‘সালাম নগরে’ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের স্রোত নামে। ভোর থেকে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী-সংগঠকসহ সর্বস্তরের মানুষ ছুটে আসের সালাম নগরে। ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার সংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে।
পরে ভাষাশহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল আহাম্মদ ভূঁঞা, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার। সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ পুশাসন, উপজেলা প্রশাসন, ভাষা শহীদ সালাম পরিবার, দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম