মাগুরায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী সরকারি কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।
তারপর জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মাগুরা প্রেসক্লাব, জেলা জাতীয় পার্টি, জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), জেলা ছাত্র দল, যুবদল, জেলা আইনজীবী সমিতি, সরকারি ও বেসরকারি কার্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা এনজিও ফোরামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংঘ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ।
এছাড়া আজ শুক্রবার সকাল ৭ টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে প্রভাতফেরি’র র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। প্রভাতফেরি’র র্যালিতে অংশ নেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
শহীদ মিনার চত্বরে সকালে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়া সকাল ১০ টায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে জেলা একাডেমীর আয়োজনে শিশুদের আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ