মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশালে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার যৌথভাবে নগরীর সুবিধাবঞ্চিত রসুলপুর চরে এই প্রতিযোগিতার আয়োজন করে। এ উপলক্ষ্যে আজ শুক্রিবার বিকেলে এক পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও একুশের এই দিনে নগরীর মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন রসুলপুর চরে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগীতার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার। ওই চরের সুবিধাবঞ্চিত কয়েকশ শিশু কলাগাছ, কাঠের গুড়ি, ইট, মাটিসহ অন্যান্য সামগ্রী দিয়ে স্থানীয়ভাবে ৩০টি শহীদ মিনার নির্মাণ করে। তারা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিকেলে এক পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়। প্রতিযোগীতার অন্যতম পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, বরিশাল নগরীর প্রাণ কেন্দ্রে একুশের চেতনা নিয়ে অনেক আয়োজন হয়। কিন্তু রসুলপুর চরের সুবিধাবঞ্চিত শিশুরা এই চেতনার ছোঁয়া পান না। তাদের মধ্যে একুশের চেতনা সৃস্টির লক্ষ্যে এবং একুশ সম্পর্কে জানাতে এই আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই চরের শিশুদের দেশের প্রতি ভালোবাসা কিংবা দেশপ্রেম সৃস্টি হবে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ