দিনাজপুরে সপ্তাহব্যাপী একুশে বইমেলায় দেখা গেছে উপচে পড়া ভিড়। অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় এই বই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
একুশের বইমেলায় গতকাল শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আমাদের থিয়েটারের নাটক বর্নচোরা পরিবেশন করা হয়। বইমেলায় প্রতিদিন সন্ধায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা পর্যায়ে বইমেলার আয়োজনে খুশি শিক্ষার্থীসহ বই পিপাসুরা। তারা এর ধারাবাহিকতা রক্ষায় প্রতি বছর বই মেলার আয়োজনের দাবি জানান।
জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ-শহীদ ময়দানে এ বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ স্থানীয় লেখক ও সাহিত্যিকরা।
দিনাজপুরে দ্বিতীয়বারের মত আয়োজিত একুশে বইমেলায় অর্ধশত বইয়ের স্টলসহ শিক্ষামূলক বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। মেলার প্রথম দিনেই শিক্ষানুরাগীসহ বিভিন্ন বয়সের বই পিপাসু পছন্দের বই সংগ্রহে ভিড় করেন। শিশুদের শিক্ষাসহ বিভিন্ন ধরনের বই এবং শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক ও গল্পের বই সংগ্রহের দিকে নজর ছিল বেশি। মেলায় আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
২ টাকার ব্যাংক সম্পর্কে জানতে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় স্টলে বেশি ভিড় লক্ষনীয় ছিল। সেখানে দর্শকরা জানতে চায় তাদের উদ্ভাবিত ২ টাকার ব্যাংক কি?
এ ব্যাপারে ওইস্কুলের শিক্ষক মোসাদ্দেক হোসেনসহ শিক্ষার্থীরা জানায়, ব্যাংকের নমুনায় তারা স্কুলে ২টাকার ব্যাংক চালু করেছে। এই ২টাকার ব্যাংকের গ্রাহক সংখ্যা ৭১০জন। এই ব্যাংকের মাধ্যমে সুবিধাবঞ্চিত তদের আর্থিক সহযোগিতা ছাড়াও শিক্ষা উপকরন দিয়ে সহযোগিতা করা হয়। আবার শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প তৈরিতে অর্থ যোগান দেয়া হয়। এতে ৮০ ভাগ শিক্ষার্থীর ঝরে পড়া রোধ করা সম্ভব হয়েছে বলে তারা জানায়।
আয়োজক জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, বই পড়লে মননশীলতা গড়ে উঠে। এর মাধ্যমে মানুষ শুদ্ধাচার শেখে যা আমাদের সমাজে প্রয়োজন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ