চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রানিহাটি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওদুদসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে কাউন্সিলরদের ভোটে আবু আাহমেদ নজমুল কবির মুক্তা সভাপতি, নাজমুল হক সহ-সভাপতি, আতিকুল ইসরাম টুটুল খান সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুর রহমান এডু ও তৌহিদুল আলম টিয়া।
বিডি প্রতিদিন/আল আমীন