মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার স্টেডিয়ামে ফাইনাল খেলা উপভোগ করলো প্রায় ৩০ হাজার দর্শক। দীর্ঘদিন পর মাঠে এতে দর্শক সমাগম হয়। এই টুর্নামেন্টে জাতীয়, অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড় ও স্থানীয় ক্রিকেটাররা অংশ নেয়।
টস জিতে রয়েল অব গোমতী ২০ ওভার খেলে ৫ উইকেটে ১৯৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে জসিম উদ্দিন ৬০, সামছুর রহমান ৫৭।
১৯৯ রানের টার্গেটে জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় ওয়েলফেয়ার ইউনাইটেডের। ১৯ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মো. জাকির হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। তিনি বলেন, বিগত দিনে কুমিল্লা স্টেডিয়ামে এত মানুষের সমাগম আর হয়নি। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টর প্রধান সমন্বয়ক আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা, কুমিল্লা ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক নাইম ইউসুফ রেইন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন