মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের বোরুতলায় পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ ডাকাত সর্দার বুলু মিয়া (৪০) নিহত হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন । আটক হয়েছেন ডাকাত দলের ২ দুই সদস্য। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয় পাল, সুরঞ্জিত রায়, নিরুপম পাল।
ঘটনাস্থল থেকে বন্ধুক, গুলি, দুটি সিএনজি, ডাকাতি মালামালসহ ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন- সিলেটের বিয়ানিবাজার উপজেলার আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪৫) ও মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া (২৮)।
মৌলভীবাজার জেলার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গভীর রাতে ১০/১২ জনের ডাকাতদল নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামের ছালেক মিয়ার বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগাবালা ইউনিয়নের বোরতলা গ্রামে ডাকাতদের গতিরোধ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায় পুলিশও গুলি করলে ডাকাত সরদার বুলু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুইজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/কালাম