বিরামপুর-হাকিমপুর মহাসড়কে একটি পিকনিক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর-হাকিমপুর মহাসড়কের বেগমপুর মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত স্বামী মো. মমিনুল ইসলাম (৪৫) হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী দম্পত্তি বিরামপুর থেকে কাজ শেষে নিজ বাসায় ফিরছিলেন। পথে বিরামপুর-হাকিমপুর মহাসড়কের বেগমপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকনিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুরে যাওয়ার পথে রাত ১১টায় মো. মমিনুল ইসলাম মারা যায়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার ও বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিডি প্রতিদিন/হিমেল