নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে রতন শীল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে (২৯ ফেব্রুয়ারী) সৈয়দপুর-চিলাহাটি রেলপথের কয়াগোলাহাট এলাকায় এই ঘটনা ঘটে।
রতন শীল বোতলাগাড়ি ইউনিয়নের পোড়ারহাট এলাকার মৃত. সুবল চন্দ্র শীলের ছেলে।
সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি। প্রাথমিক ভাবে ধারণা করা যায়, আত্মহত্যা করেছেন। আইনগত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল