বগুড়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, দেশের সকল শিক্ষার্থীদের মুজিব আদর্শে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মুজিব আদর্শ ধারণ করে শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হব। আমরা চাই আমাদের সন্তানরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নিজেকে গড়ে তুলুক।
শনিবার সকাল ১১ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজে বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত ৪ তলা ভিত্তির ওপরে নির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং সেই ভবনটি ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) আরিফুর রহমান মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে প্রতিষ্ঠিত সৈয়দ আহম্মেদ কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে যোগদান করেন। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল