২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:১৩

মার্চ থেকে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

মার্চ থেকে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

ফাইল ছবি

জাটকা সংরক্ষণে পহেলা মার্চ থেকে দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত  জেলেরা নদীতে মাছ ধরতে পারবেন না। এ সময় অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা, বেচাকেনা এবং বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে কোনো জেলে নিষেধ অমান্য করে মাছ ধরলে তাকে আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী সাংবাদিকদের বলেন, মার্চ-এপ্রিল জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এ বছর আমরা সকল সংস্থা একসঙ্গে নদীতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। জাটকা রক্ষায় দিন ও রাতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর