২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩৩

বিদ্যুৎতের দাম বৃদ্ধির প্রতিবাদে ফুলবাড়ীতে সিপিবি’র বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

বিদ্যুৎতের দাম বৃদ্ধির প্রতিবাদে ফুলবাড়ীতে সিপিবি’র বিক্ষোভ

বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) ফুলবাড়ী শাখা। শনিবার বেলা ১২টায় ফুলবাড়ী শহরের নিমতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সিপিবি ফুলবাড়ী শাখা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে একটি পথসভা করেন।

বক্তারা বলেন, এই সরকার দফায় দফায় গ্যাস-বিদ্যুৎতের দাম বৃদ্ধি করে জনগণের ব্যয়ভার বৃদ্ধি করছে, অবিলম্বে গ্যাস বিদ্যুৎতের দাম কমানোর দাবি জানিয়ে ফুলবাড়ী চুক্তি অনুযায়ী ২৬ আগস্টকে জাতীয় সম্পদ রক্ষার দিবস ঘোষণা করার দাবি জানান।

পথসভায় সিপিবি’র ফুলবাড়ী সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গ্রপ্তর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি’র ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান জামান, ক্ষেতমজুর সমিতির ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মসলেম উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর