শিরোনাম
২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৫২
দিনাজপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক

প্রতিটি স্বাধীন দেশের ভাষা-সংস্কৃতির ধারক-বাহক জাতীয় সংগীত

দিনাজপুর প্রতিনিধি

প্রতিটি স্বাধীন দেশের ভাষা-সংস্কৃতির ধারক-বাহক জাতীয় সংগীত

'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি....'- আমাদের জাতীয় সংগীত, আমাদের এক অস্থিত্বের নাম উল্লেখ করে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেছেন, প্রতিটি স্বাধীন দেশের ভাষা এবং সংস্কৃতির ধারক-বাহক সে দেশের জাতীয় সংগীত। ভাষার ও স্বাধীনতার সঙ্গে জাতীয়তাবোধকে জাগ্রত করতে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। জাতীয় সংগীত কোনোভাবেই ভুল গাওয়া যাবে না। একদম সঠিক উচ্চারণে ও সুর শুদ্ধ করে গাইতে হবে এবং গাওয়ার সময় জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মানও দেখাতে হবে। 

শনিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা তিনি এসব কথা বলেন। 

জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগিতায় ক বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে বোচাগঞ্জ উপজেলার মেলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং গ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দিনাজপুর সরকারি কলেজ। প্রতিযোগিতায় দিনাজপুরের ১৩টি উপজেলার ৩টি বিভাগে ৩৯টি দল অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর