২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:০১

নীলফামারীতে হিস্ট্রিয়ায় আক্রান্ত হয়ে ২৬ শ্রমিক হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে হিস্ট্রিয়ায় আক্রান্ত হয়ে ২৬ শ্রমিক হাসপাতালে

নীলফামারীতে হিস্ট্রিয়ায় আক্রান্ত হয়ে ২৬ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন। এরমাঝে অনেকটা আতংক ছড়িয়ে পড়ে নীলফামারী শহর ছাপিয়ে গ্রাম গঞ্জেও। 
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহরের মধ্য হাড়োয়ায় অবস্থিত পরচুলা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গোল টাইমিং ম্যানুফ্যাকচারিং’ এর দুই শ্রমিক এ্যাসিডিটি নিয়ে ভর্তি হন নীলফামারী হাসপাতালে। এ সময় আরো কয়েক শ্রমিক হিস্ট্রিয়া নিয়ে ভর্তি হন। দুপুর পর্যন্ত ২৬জন ভর্তি হন এখানে। 

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আশিকুর রহমান জানান, এটা এক ধরণের মনস্তাত্বিক রোগ। একজন আক্রান্ত হলে আর একজনও আক্রান্ত হতে পারে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। লাকি আক্তার নামের এক শ্রমিক বলেন, সকাল সাতটার দিকে ফ্যাক্টরিতে প্রবেশ করি আমরা। দশটার দিকে সহকর্মী অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। 

প্রতিষ্ঠানের জুনিয়র নির্বাহী আবু বকর জানান, অন্তত ১৫জন অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসকরা বলেছেন, চিকিৎসা নিতে আসা শ্রমিকরা ভালো রয়েছেন। 

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আবু হেনা মোস্তফা কামাল বলেন, শ্রমিকরা যেখানে কাজ করেন সেখানে গিয়েছি আমি। হিস্ট্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা এসেছেন সবাই ভালো রয়েছেন। আতংকিত হওয়ার মত কিছু নেই।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর