বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোকছেদুল আলম শনিবার চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের উদ্যোগে তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বেলা ১১ টায় সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ মোকছেদুল আলম, সাবেক সভাপতি নুরুল ইসলাম, মন্তেজার রহমান, সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ব্যবসায়ী মোজাম্মেল হক, আলহাজ আব্দুল গফুর, মাওলানা আবুল হোসেন, অধ্যক্ষ তোজাম্মেল হক, প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ, জাকিউল ইসলাম ডুয়েল, আসলাম মিয়া, প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, আব্দুস সালাম বাবু, আনোয়ার হোসেন, সাহাদত জামান, সমাজসেবক রবিউল ইসলাম খাজা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী ও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার সামগ্রী দেওয়া হয়। এছাড়া উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। বিদায়ী অধ্যক্ষ মোকছেদুল আলম প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করেছেন। বিদ্যালয়কে কলেজে রুপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে তার অবদান চির স্মরণীয়। বক্তারা বিদায়ী অধ্যক্ষর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।
বিদায়ী অধ্যক্ষ মোকছেদুল আলম দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনসহ প্রতিষ্ঠানের উন্নয়নে আমৃত্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন