পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। আওয়ামী লীগ গণমানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে। আওয়ামী লীগ হাওয়া ভবনের দল নয়, লুটপাট করার দল নয়। আওয়ামী লীগ নিতে নয়, দিতেই ক্ষমতায় আসে।
শরীয়তপুর (মনোহর বাজার)- ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক (আর ৮৬০) উন্নয়ন প্রকল্পের জেলা সড়ক ও জনপথের বাস্তবায়নে ৮৫৯ কোটি টাকা ব্যয়ে ৪ লেনের সড়কের উদ্বোধন শেষে শনিবার বিকেল সাড়ে ৩টায় বালার বাজার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শুধু শরীয়তপুরেই নয়, গোটা বাংলাদেশের উন্নয়ন হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা সড়ক ও জনপথের নির্বাহী পৌকৌশলী মো. সাজেদুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী অয়াহিদুজ্জান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর মোল্লা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, চরসেনসাস ইউনিয়নের চেয়ারম্যার ও সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জিতু মিয়া বেপারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন বালা, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালা, সখিপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ বালা, চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ বালা, সাধারণ সম্পাদক মফিজ মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম