কারাবন্দি জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকালে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয়।
পরে মিছিলটি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বের হয়। এ সময় মিছিলটি পুলিশি বাধায় পন্ড হলে বিশ্বাস বেতকা গুডাউন বাজারের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, শুকুর মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা কৃষক দলের সভাপতি টিপু হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমান কবির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আল আমীন