কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে পৃথক অভিযানে ১২ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় দুই নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে রাজিবপুর উপজেলার সুইচ গেট এলাকা থেকে ১০ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ভাটিরপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র সোলায়মানকে (৩০) আটক করে রাজিবপুর থানা পুলিশ।
অপরদিকে, শনিবার ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে রৌমারী থানা পুলিশ। রৌমারীর আটকরা হলেন, রৌমারী উপজেলার সুখেরবাতি গ্রামের আব্দুল জলিলের পুত্র মুকুল হোসেন (৩৩), চর বোয়ালমারী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র বাবুল আক্তার (৩২), সুখেরবাতি গ্রামের পলাশ মিয়ার স্ত্রী ফুলি বেগম (৩৫) ও চরফুলবাড়ি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী রমেনা বেগম (৪০), টাপুরচর গ্রামের সুলতান মাহমুদের পুত্র আসাদুল ওরফে আসাদ (৩৫)।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম ও রাজিবপুরের ওসি মো. গোলাম মোর্শেদ তালুকদার আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে বিকেলে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম