জাতীয় বীমা দিবস উপলক্ষে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এতে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজুসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানে কর্মরতরা উপস্থিত ছিলেন। সভায় বীমাকে জনসাধারণের কাছে বেশী করে গ্রহণযোগ্য করতে বিস্তর আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন