নীলফামারীতে পুলিশ বেস্টনির মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করে দলটি। সোমবার সকাল ১১টার দিকে শহরের পৌর বাজারস্থ কার্যালয়ের সামনে জেলা, উপজেলা ও শহর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর ইউনিটের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গির আলম শেপু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম।
বিডি প্রতিদিন/আল আমীন