১ এপ্রিল, ২০২০ ১৯:২৯

ধামরাইয়ে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো পুলিশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো পুলিশ

ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে বুধবার দুপুরে দেশে চলমান করোনাভাইরাস প্রতিরোধ মোকাবিলায় ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে চাল ডাল, আলু, তেল, পিয়াজসহ বিভিন্ন পদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।

সারাদেশের মতো ঢাকার ধামরাইয়ে সকল পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকতে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা ও বিভিন্ন গণজামায়েত হাটবাজারে গিয়ে জনগণকে বাড়িতে থাকার পরামর্শ দেন ধামরাই থানা পুলিশ। এ সময় তারা রিকশা, অটোবাইকসহ বিভিন্ন যানবাহনও বন্ধ রাখার নির্দেশ দেন তাদের। এতে কর্মহীন হয়ে পড়ে অনেক মানুষ। ওইসব কর্মহীন ও দুস্থদের মাঝে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বুধবার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা, ওসি (তদন্ত) কামাল হোসেনসহ থানার পুলিশ সদস্যরা।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর