নাটোরের সিংড়ায় পৌরসভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ী ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ।
বৃহস্পতিবার দিনভর জনসমাগম এড়াতে এবং সামাজিক নিরাপদ দূরত্বের বিষয়টি ঠিক রাখার জন্য সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও সেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন