প্রাণঘাতী করোনার প্রভাব পড়েছে সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন স্কুলের প্রায় দশ হাজার শিক্ষক পরিবারের উপর। ছাত্র-ছাত্রীদের বেতনের উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর বেতন আদায় বন্ধ থাকায় দুইমাস যাবত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছে না। একারণে শিক্ষক পরিবারগুলো মানবেরভাবে জীবনযাপন করছে। এ অবস্থায় স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষক-কর্মচারীদের নূন্যতম সাত হাজার টাকা ও রেশন ব্যবস্থা চালুর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদ।
রবিবার সকালে শহরের জুয়েল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এন্ড কলেজে সংবাদ সম্মেলন কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের সমন্বয়ক বরকতুল্লাহ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে শিক্ষক পরিবারগুলো বাঁচানোর জন্য অবিলম্বে সরকারী প্রণোদনা হিসেবে মাসিক সাত হাজার টাকা, রেশনিং ব্যবস্থা, স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম জুয়েল, সদস্য সচিব মফিজুল আলম জোয়াদ্দার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল