ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ রবিবার সকালে পৃথক আয়োজনের মাধ্যমে ফারুকি পার্ক মসজিদ প্রাঙ্গনে ইমামদের মাঝে সহায়তা ও নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আজ রবিবার সকাল ১০টার দিকে ফারুকি পার্ক মসজিদ প্রাঙ্গণে সদর উপজেলার বিভিন্ন মসজিদের ২৪০ জন ইমামদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিও’র সহায়তায় এসব খাদ্যসহায়তা দেয়া হয়।
পরে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন পরিবহন শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ