লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে এক আওয়ামী লীগ নেতাকে নারী কেলেংকারিতে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। তিনি চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে শাহজাহান জানান, স্থানীয় বাচ্ছুর সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতার পারিবারিক উদ্যোগে স্থানীয় ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে পাশের ওয়ার্ডের খানু বেগম নামের এক বিধবা নারী তাদের বাড়িতে তার ছেলে সাদাফের কাছে ত্রাণের জন্য আসেন।
ত্রাণ শেষ হয়ে যাওয়ায় তাকে দিতে না পেরে পরবর্তীতে দেওয়ার আশ্বস্ত করা হয়। এ ঘটনাকে পুঁজি করে প্রতিপক্ষ বাচ্ছুর প্ররোচনায় গণমাধ্যমে ‘আওয়ামী লীগ নেতার কু প্রস্তাবে রাজি না হওয়ায় ত্রাণ পায়নি বিধবা নারী’ এ শিরোনামে খবর প্রচার করা হয়।
এ সংবাদের পর দলীয়, সামাজিক ও পারিবারিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হন। এছাড়া ওই নারীকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগের মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই আওয়ামী লীগ নেতা। প্রতিকার চেয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন