বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ বছরের এক শিশু কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। রবিবার বেলা ৯টার দিকে পিতার সাথে অভিমান করে কামলা গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে ঘরে থাকা কীটনাশক পান করে।
গুরুতর অসুস্থ অবস্থায় বেলা ১২টায় তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কচুবুনিয়া রহমাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পিতার হাতে মারধরের শিকার হয়ে ওই শিশুটি মনের দুঃখে আত্মহত্যার চেষ্টা করে বলে তার মা শিল্পী বেগম জানিয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, শিশুটির চিকিৎসা চলছে। তবে সে ঝুঁকিমুক্ত নয়।
বিডি প্রতিদিন/হিমেল