করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনে আয় বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। এমন সময়ে লালমনিরহাট পৌরসভার বারেকটারী, কাজী কলোনী, নিউ কলোনী, মাঝাপাড়া, সাধুটারী এলাকায় বিনামূল্যের সবজি বাজার বসিয়ে দরিদ্র এ মানুষের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম স্বপন।
এ বাজারে আট থেকে দশ রকমের সবজি রাখা হচ্ছে। প্রায় দুইশ মানুষ বিনামূল্যে নিজের পছন্দ মতো আড়াই-তিন কেজি সবজি নিতে পারবেন। ব্যতিক্রমী এ কার্যক্রমে প্রতিদিন সহস্রাধিক মানুষকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে সবজি বিতরণ করা হয়।
লাউ, মিষ্টি কুমড়া, পটল, টমেটো, আলু, ঢেঁড়স, পুঁইশাকসহ বিভিন্ন প্রকারের সবজি রয়েছে বিতরণের তালিকায়। অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করা হচ্ছে। প্রত্যেককে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট এক ধরনের সবজি এক কেজি করে দেওয়া হয়। এই সংকটময় মুহূর্তে দুস্থ ও অসহায়রা এখান থেকে বিনামূল্যে সবজি ও নিত্যপণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন অনেকেই।
আওয়ামী লীগ নেতা ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের পরিচালক রেজাউল করিম স্বপন বলেন, ১২-১৫ হাজার টাকায় প্রত্যেক সবজি বাজারের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। এ পর্যন্ত ব্যক্তিগতভাবে ৫০ মেট্রিক টন চাল, নয় মেট্রিক টন ডাল, ১২ মেট্রিক টন আলু, দুই মেট্রিক টন ছোলা, এক মেট্রিক টন চিনি, এক হাজার লিটার সয়াবিন তেল, পাঁচশ কেজি সেমাই, পাঁচশ লিটার দুধ ও ছয় হাজার সাবান বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পৌরসভার বারেকটারী এলাকার আলম মিয়া বলেন, ফ্রি সবজি বাজার থেকে তিন কেজি সবজি নিয়েছি পছন্দমতো। আমার মতো এলাকার অনেকেই এখান থেকে সবজি নিচ্ছেন।
মাঝাপাড়া এলাকার মালেক জানান, ফ্রি সবজি বাজার থেকে ফ্রিতে সবজি পেয়ে ভালো লাগছে। টাকার অভাবে তার মতো অনেকেই বাজার থেকে সবজি কিনতে পারছেন না। করোনা দুর্যোগকালে এই ব্যবসায়ীর মতো অন্যরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেক কমে যেত।
লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান তুহিন বলেন, পৌর এলাকায় করোনা কর্মহীন, শ্রমজীবী ও হতদরিদ্র মানুষের কল্যাণে রেজাউল করিম স্বপন কাজ করছেন। করোনার শুরু থেকেই তিনি মানুষকে নানাভাবে সহায়তা করছেন। তার মতো অন্যরাও নিজেদের সহযোগিতার হাত প্রসারিত করলে হতদরিদ্র মানুষ উপকৃত হবেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ