করোনাভাইরাসের বিস্তারের ফলে এমনিতেই জনজীবন বিপর্যস্ত। আবার এই সময় ডেঙ্গুর ভরা মৌসুম। ফলে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই ডেঙ্গু প্রতিরোধে লাকসামের সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে আজ রবিবার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সকালে শহরের বিভিন্ন স্থানে দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পি, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সাকিব, পরিবেশ ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রাজু, সদস্য রাফি মাহমুদ প্রমুখ।
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন করোনা সচেতনতায়ও একের পর এক প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা রোজা রেখে টানা ১৪ দিনের মতো হতদরিদ্র কৃষকদের ধান কেটে দিয়েছে। করোনা ও রমজান পরিস্থিতিতেও শতাধিক রোগীকে তারা বিনামূল্যে রক্ত দান করেছে। বর্তমানে ‘হ্যালো ভিক্টোরি ডাক্তার’ নামে হটলাইন চালু করে ৬ জন অভিজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
সংগঠনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটলে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে উঠবে। ফলে সচেতনতার বিকল্প নেই। তাই আমাদের চারদিকের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোথাও পানি জমে থাকে।
তিনি বলেন, আজকের কার্যক্রমটি ভিক্টোরি অব হিউম্যানিটির সামাজিক দায়বদ্ধতার একটি অংশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম