১০ মে, ২০২০ ১৫:৪৯

শ্রীমঙ্গলে গলাটিপে বানর হত্যার ঘটনায় মামলা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে গলাটিপে বানর হত্যার ঘটনায় মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বানরকে গলাটিপে হত্যার ঘটনায় মামলা করেছে বন বিভাগ। মামলায় আসামিরা হলেন সাহেব আলী, জামাল মিয়া ও কুদ্দুস মিয়া। 

আজ রবিবার মুঠোফোনে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন এ প্রতিবেদকে বলেন, এই ঘটনাটি তদন্ত করে গত ৫ এপ্রিল তিনি নিজে বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও  নিরাপত্তা আইন ২০১২ এ ৬ ও ৩৯ ধারায় তিনজনকে আসামি করে এই মামলা করেছেন। মামলা নং-৩৩। 

উল্লেখ্য গত ৩১ মার্চ একটি বানর পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে পশ্চিম লাইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ায় লোকালয়ে চলে আসে। পরে বানরটিকে ধরে কুদ্দুস মিয়া, জামাল মিয়া ও সাহেব আলী মিলে গলাটিপে হত্যা করে। পরে নৃশংসভাবে বানর হত্যার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর