জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সড়াইল গ্রামে শামীম হোসেন (৪০) নামে এক ওষুধ বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল শনিবার (৯ মে) রাতে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার শামীম হোসেন দাশড়া সড়াইল গ্রামের মৃত. আব্দুল ওয়াদুদের ছেলে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ওই এলাকার ৫ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় মুনঝার বাজারে ওষুধের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শামীম হোসেন। পথিমধ্যে দূর্বৃত্তরা তার গলায়, বাম পাজরে এবং ডান হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শামীম তার বাড়ির জানালায় গিয়ে চিৎকার দিলে হাসপাতালে নেওয়ার জন্য তাকে ভ্যানে ওঠানোর সে মারা যায়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর হামন জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ