কুমিল্লার নাঙ্গলকোটে পিকআপ ভ্যানের চাপায় আবু কাউসার শাহীন (২৫) নামে এক মোটসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রবিবার উপজেলা সদরের আল্ট্রা মডার্ন হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের কোম্পানী বাড়ির মফিজুর রহমানের ছেলে আবু কাউসার শাহীন ব্যক্তিগত কাজে বেলা পৌনে ১১টার দিকে নাঙ্গলকোট-মাহিনী সড়ক দিয়ে নাঙ্গলকোট বাজারে আসছিলেন। উপজেলার সদরের আল্ট্রা-মর্ডান হসপিটালের পূর্বপাশে এলেই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকাপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় মরদেহ নিয়ে যায়।
আবু কাউসার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর ও কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করে কুমিল্লা ইপিজেডে একটি কোম্পানিতে চাকরি করে আসছিলেন। করোনাভাইরাসের কারনে ওই প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি আপাতত বাড়িতে অবস্থান করছেন। তিনি দু’বছর পূর্বে একই উপজেলার পৌর সদরের বাতুপাড়া গ্রামে বিবাহ করেন। তার একটি পুত্র সন্তান রয়েছে।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ