বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য, করোনা পরবর্তী সময়ে যাতে দেশে খাদ্যাভাব না হয়, সেজন্য কৃষককে সার, বীজসহ কৃষিখাতে ভর্তুকি দেয়া হচ্ছে। কারণ সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিলেও, আমরা যাতে নিজেদের খাদ্য ঘাটতি মিটিয়েও উদ্বৃত্ত করতে পারি এবং কোন দেশে খাদ্য খাটতি দেখা দিলে সে দেশে খাদ্য রপ্তানি করতে পারি।
তিনি আরও বলেন, এ বছর শুধু মেলান্দহ উপজেলায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ কোটি টাকার অধিক কৃষি যন্ত্রপাতি অর্ধেক ভর্তুতি দিয়ে বিতরণ করেছে সরকার। একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকারের পক্ষ থেকে অর্ধেক ভর্তুকি দিয়ে বাংলাদেশের ৪৬০টি উপজেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক হুমকি এবং খাদ্য সংকট কাটিয়ে উঠতে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, যার যতোটুকু জমি রয়েছে সেই জমিতে কোন না কোন ফসল উৎপাদন করতে হবে।
রবিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকায় সরকারের ভর্তুকিকৃত কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ ও ধানকাটা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ।
উল্লেখ্য, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ৬টি বড় এবং ১০টি ছোট কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল