সুনামগঞ্জে এই দুর্যোগে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকরা ত্রাণ, অনুদান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের দাবিতে ১১ উপজেলায় মানববন্ধনের ডাক দিয়েছেন।
রবিবার বেলা ৩টায় পৌরবিপণিস্থ বাস মালিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনাভাইরাস জনিত দুর্যোগে কর্মহীন, অসহায় ও গরিব মানুষকে নানাভাবে সহযোগিতা করছে সরকার। সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ৯০০ টি ও পৌরসভায় ১৮০০ টি করে পরিবারকে মাসিক ২০ কেজি হারে চাল সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসকের এ সংক্রান্ত চিঠিতে পরিবহন শ্রমিকদের এই তালিকায় যুক্ত রাখার কথা বলা হলেও মাঠ পর্যায়ে তাদের উপেক্ষা করা হচ্ছে। জেলায় কর্মরত প্রায় ৩০ হাজার শ্রমিকের একজনকেও সহায়তা প্রদানের তাকিলাভুক্ত করা হয়নি। অথচ মহামারি দেখা দেয়ার পর পর গত ২৬ মার্চ থেকে গণ পরিবহন বন্ধ থাকায় বেকার শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনাভাইরাস জনিত দুর্যোগে ত্রাণ, অনুদান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের দাবিতে আগামী ১৩ মে জেলার ১১ উপজেলায় জেলার চারটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে, সেটি উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করে দিয়েছি। কারণ এইমুহূর্তে তারা বেশি ক্ষতিগ্রস্ত। এর কোনো ব্যত্যয় ঘটে থাকলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
বিডি প্রতিদিন/হিমেল