মেহেরপুরের গাংনী উপজেলার আযান গ্রামে ঠাণ্ডা জ্বর ও কাশি নিয়ে আমিত হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অমিত হাসান গাংনী উপজেলার আযান গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
কয়েকদিন ধরে সে সাধারণ ঠান্ডা জ্বর ও কাশিতে ভুগছিলো। রবিবার ভোর রাতের দিকে তার নিজ বাড়িতে মারা যান তিনি। করোনা সন্দেহে অমিতের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় ইউপি সদস্য জাফর আলী জানান, আমিতের পরিবার বলেছে সে গত কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর ও কাশিতে ভুগছিলেন। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।
গাংনী থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, অল্প সংখ্যক মুসল্লি নিয়ে জানাজা ও দাফন সমপন্ন হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, অমিত হাসানের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার