কিশোরগঞ্জের কটিয়াদীতে রতন মিয়া (৫৪) নামে এক ব্যক্তি তার স্ত্রী রহিমা খাতুনকে (৪৭) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মায়ের সাথে থাকা শিশুকন্যা মারিয়া আক্তার (১১) আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর ৫টার দিকে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বড় মসূয়া গ্রামের মুন্সীপাড়া মহল্লায়। রতন মিয়া একই গ্রামের মৃত জাফর আলীর ছেলে। পুলিশ রতন মিয়াকে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের দিগম্বরদী গ্রাম থেকে আটক করেছে।
নিহত রহিমা খাতুনের বড় ছেলে রেদোয়ান আহম্মেদ জানান, তার বাবা মানসিক রোগী। তারা দুই ভাই, দুই বোন। খোদেজা আক্তার নামে এক বোন বিবাহিতা। ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছোট বোন মারিয়া আক্তার মা-বাবার সাথে বাড়িতে থাকে। রেদোয়ান ও তার ছোট ভাই মেহেদী হাসান ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে।
রবিবার ভোরে মোবাইলফোনে খবর পেয়ে তারা দুই ভাই বাড়িতে আসে। বাড়িতে এসে জানতে পারে তার মা সেহেরির খাবার খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। একই ঘরে থাকা তার বাবা ঘুমন্ত অবস্থায় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ছোট বোন মারিয়া মায়ের চিৎকারে ঘুম থেকে জেগে মাকে বাঁচাতে গেলে সেও আহত হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার