করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসচ্ছল মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সাতক্ষীরার ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি। আজ বেলা ১২টার সময় জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে ২৫০ পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার এবিএম মুস্তাফিজুর রহমান পিপি এম (বার)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক সাবেক জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জি. এম. ফাত্তাহ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব এজাজ আহম্মেদ স্বপন, সাবেক ছাত্রনেতা সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাছেরুল হক, সদস্য সৈয়দ মহিউদ্দিন হাশেমি তপু, সাবেক ছাত্রনেতা শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমূখ। এর আগে ২৫ এপ্রিল রোজার প্রথম দিনে ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনটি।
বিডি প্রতিদিন/হিমেল