বরগুনা জেনারেল হাসপাতালে করোনা টেস্টিং বুথ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালে বেসরকারি সংগঠন 'জাগো নারী'-এর ব্যবস্থাপনায় করোনাভাইরাস নমুনা সংগ্রহের জন্য নমুনা সংগ্রহকারী ও নমুনা প্রদানকারীদের নিরাপত্তা সুরক্ষা প্রদান করে নমুনা টেস্টিং বুথের উদ্ভোধন করেন সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সোহরাব হোসেন, 'জাগো নারী'র প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি। সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান বলেন,করোনা মহামারী প্রতিরোধে বরগুনায় বেসরকারি সংগঠন স্বাস্থ্য বিভাগকে সহযোগীতা দিয়ে যাচ্ছে। সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে করোনার বিরুদ্বে যুদ্ধে অংশ নিতে হবে।
হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সোহরাব হোসেন বলেন, করোনাভাইরাস নমুনা পরীক্ষার শুরুতে আমাদের নমুনা সংগ্রহের সুনির্দিষ্ট কোন বুথ না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। এখন জাগো নারী'র পক্ষ থেকে নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বুথ ও নমুনা সংগ্রহকারীদের গ্লোভস দেওয়ায় নমুনা সংগ্রহে কোন ঝুঁকি থাকবে
জাগো নারী'র প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি বলেন,করোনাভাইরাসের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমরা সামর্থ্যর মধ্য, খাদ্য সহায়তা,পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সামগ্রী সহযোগীতা নিয়ে তৃণমূল মানুষের পাশে দাঁড়াচ্ছি। জেনারেল হাসপাতালে যারা নমুনা পরীক্ষা করাতে আসেন এবং যারা নমুনা সংগ্রহ করেন তাদের নির্দিষ্ট কোনও স্থান ছিলোনা। বিষয়টি উপলদ্বি করে আমরা আজ তাদের জন্য এই বুথ করে দেয়ার পাশাপাশি গ্লোভস দিয়েছি এবং পিপিই প্রদান করবো।
এদিকে, আজ রবিবার সকাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্যমতে আমতলী উপজেলার চাওড়া ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এদের মধ্য সুস্থ হয়েছেন ১৮ জন। চিকিৎসাধীন আছেন ১৮ জন। মারা গেছেন ২ জন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ