দেশে করোনা ভাইরাস মহামারীতে মহামান্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মেহেরপুরে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে মেহেরপুর কারা কর্তৃপক্ষ। আজ দুপুর বারোটার দিকে ৫ কয়েদিকে মেহেরপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এসময় কারাগারের বাইরে অবস্থানরত স্বজনরা তাদের গ্রহণ করে বাড়ি নিয়ে যান।
মেহেরপুর কারাগারের জেল সুপার এস,এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মেহেরপুর কারাগার থেকে বিভিন্ন মেয়াদের ১০ জন কয়েদিকে মুক্তি দেওয়ার নির্দেশনা আসে আমাদের কাছে। ১ম ধাপে শনিবার দুপুরে ৫জন কয়েদিকে আমরা মুক্তি দিয়েছি। আজ বাকি ৫ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল